চুঁচুড়ায় আনন্দমার্গ বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০ই সেপ্ঢেম্বর চুঁচুড়ায় আনন্দমার্গের প্রবীন সাধিকা কৃষ্ণা দত্তের আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷ গত ৩০শে আগষ্ট শ্রাবণী পূর্ণিমার বিকালে তাঁর জীবনাবসান ঘটে৷ প্রয়াত কৃষ্ণা দত্ত হুগলী জেলার প্রবীন আনন্দমার্গী প্রাক্তন ভুক্তিপ্রধান স্নেহময় দত্তের স্ত্রী৷

প্রভাত সঙ্গীত, াা নাম কেবলম্‌ কীর্ত্তন, মিলিত সাধনার পর চর্যাচর্য বিধি অনুসারে শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দরেখা আচার্যা৷ উপস্থিত ছিলেন আচার্য বাসুদেবানন্দ অবধূত, আচার্য সুবিকাশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ দূ্যতিময়া আচার্যা ভুত্তিপ্রধান মৃণালকান্তি রায়, স্থানীয় সকল মার্গী ভাই-বোনেরা ও প্রয়াত কৃষ্ণা দত্তের আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা৷ স্মৃতিচারণ করেন অবধূতিকা আনন্দরেখা আচার্যা, মৃণালকান্তি রায়, মানস মণ্ডল৷ স্মৃতিচারণে প্রয়াত কৃষ্ণা দত্তের আদর্শেরপ্রতি একনিষ্ঠতা, ভক্তিভাব, সকলের প্রতি সুমধুর ব্যবহার, অতিথি পরায়ণতা, পশু-পাখীর প্রতি প্রেমের কথাও তুলে ধরেন৷