প্রাউটিষ্ট ইয়ূনিবাস পুর নির্বাচনে বিজয়ী কাউন্সিলারদের নিয়ে মহারাষ্ট্র নিবাস হলের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বারের জন্যে কলকাতা পুরসভার মেয়র নির্বাচন করলেন ফিরহাদ হাকিমকে৷ শোভন চট্টোপাধ্যায় ইস্তাফা দেওয়ার পর ফিরহাদ হাকিমকে মেয়র নির্বাচিত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সময় তিনি ৮২ নং ওয়ার্ড থেকে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন৷ এবারেও তিনি সেই ৮২ নং ওয়ার্ড থেকেই বিপুল ভোটে জয়ী হন৷ তিনি যে মেয়র হচ্ছেন এটা একরকম প্রত্যাশা ছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের নাম ঘোষনা করে সেই প্রত্যাশা পূর্ণ করলেন৷ দ্বিতীয়বারের জন্যে ডেপুটি মেয়র হলেন ১১ নং ওয়ার্ড থেকে জয়ী কাউন্সিলার অতীন ঘোষ৷ তিনি এই নিয়ে পঞ্চমবার এই ওয়ার্ড থেকে জয়ী হলেন৷ মালা রায় কে পুর সভার চেয়ারম্যান করা হয়েছে৷ এর আগেও তিনি চেয়ারম্যান ছিলেন৷
তৃণমূল নেত্রী এদিন মেয়র পরিষদ ও বোরো চেয়ারম্যানদের নামও ঘোষণা করেন মহারাষ্ট্র নিবাস হলের সভা থেকে৷ ১৬ জন বোরো চেয়ার ম্যানের মধ্যে দশ জনই মহিলা৷ মুখ্যমন্ত্রী এদিন জয়ী কাউন্সিলারদের হুঁশিয়ারী দিয়ে বলেছেন প্রতি ছমাস অন্তর কাউন্সিলারদের কাজের প্রতিবেদন নেওয়া হবে৷ আশানুরূপ কাজ না হলে ব্যর্থ কাউন্সিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
পাশাপাশি তিনি জয়ী কাউন্সিলারদের অভিনন্দন জানিয়ে বলেন এই জয় মা-মাটি-মানুষের জয়৷