উত্তর প্রদেশের বাগপতের জুতোর ব্যবসায়ী রাজীব তোমর প্রধানমন্ত্রীকে দায়ী করে আত্মহত্যার চেষ্টা করেন৷ উত্তর প্রদেশে নির্বাচনের প্রথম দফার ৪৮ ঘন্টা আগে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন রাজীব৷ তার আগে দুই সন্তানের পিতা রাজীব বলেন--- আমি দেশদ্রোহী নই, দেশের প্রতি আমার ভালবাসা আছে৷ কিন্তু মোদিজীকে জানাতে চাহ---আপনি ছোট ব্যবসায়ী ও কর্সকদের ভাল চান না৷ আপনি আপনার নীতি পরিবর্তন করুন৷ রাজীব আত্মহত্যার জন্যে নরেন্দ্র মোদীকে দায়ী করে জানায় যে জি.এস.টির কারণে তার ব্যবসা মার খেয়েছে৷ রাজীবের স্ত্রী পুনমও বিষ পান করে৷ পুনম মারা গেলেও রাজীব এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ স্বভাবতই ডবল ইঞ্জিন সরকার নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে৷ বিশেষ করে যেখানে ডবল ইঞ্জিনের পাইলট যোগী আদিত্যনাথ৷
রাজীব উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা৷ রাজীব আত্মঘাতী হওয়ার ৪৮ ঘন্টা পরেই উত্তর প্রদেশের প্রথম দফার বোট ১১টি জেলার ৫৮টি বিধানসভা কেন্দ্রে৷ এর মধ্যে বাগপতও রয়েছে৷ স্বভাবতই বিরোধী পক্ষ এই সুযোগ ছাড়তে চায়নি৷ মোদি জমানায় অর্থনৈতিক দুরাবস্থা কোথায় পৌঁচেছে তা রাজীবের আত্মঘাতী হওয়ার ঘটনাতেই পরিষ্কার৷