মনিপুরে জাতিদাঙ্গা নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার৷ গত ২৫শে সেপ্ঢেম্বর মেইতি সম্প্রদায়ের দুই ছাত্র-ছাত্রীর ছবি ইন্টারনেটে ভাইরাল হতেই নূতন করে অশান্তি শুরু হয়েছে৷ ছবিটিতে দেখা গেছে এক ছাত্র ও এক ছাত্রী দুই বন্ধুকধারীর সামনে বসে আছে৷ অপর একটি ছবিতে ওই ছাত্র-ছাত্রীর মৃত দেহ দেখা যায়৷ ইন্টারনেটের মাধ্যমে ছবি দুটি ভাইরাল হতেই নূতন করে অশান্তি ছড়ায়৷ ইন্টারনেট পরিষেবা আবার বন্ধ করে দেওয়া হয়৷
গত ৬ই জুলাই থেকে ওই ছাত্র-ছাত্রা নিখোঁজ ছিল৷ ছবি দুটি প্রকাশ্যে আসার পরই ইস্কুলে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রারা মুখ্যমন্ত্রী বিরেন সিং-এর বাসভবনে মিছিল নিয়ে যেতে চায়৷ পুলিশ মিছিল আটকাতে গেলে উভয়পক্ষের মধ্যে ধস্তা ধস্তি শুরু হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ও লাঠি চার্জ করেন৷ ৪৫ জন ছাত্র ছাত্রা আহত হয় বলে ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়৷ ছাত্রদের অভিযোগ নিখোঁজ খবর পাওয়া সত্ত্বেও প্রশাসন তাদের খুঁজে বার করার কোন চেষ্টা করেনি৷ এই হত্যার তদন্তের ভার সিবি আই এর হাতে দেওয়া হয়েছে৷
এদিকে ২৭শে সেপ্ঢেম্বর মনিপুর সরকার এক বিজ্ঞপ্তিতে জানায়৷ আগামী ১লা অক্টোবর থেকে রাজ্যের উপদ্রুত অঞ্চলে আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট) কার্যকর হবে৷ তবে সমতলে ১৯টি থানা এই আইনের বাইরে থাকছে৷ যেগুলি মূলত মেইতি অধ্যুষিত৷
বিরোধীরা মুখ্যমন্ত্রী বীরেন সিং-এর পদত্যাগ চেয়েছেন৷ বিরোধীদের অভিযোগ পাঁচ মাস ধরে মনিপুর জাতি হিংসায় জ্বলছে৷ মুখ্যমন্ত্রী নীরব দর্শক হয়ে বসে আছেন৷ মনিপুরে শান্তি ফেরাতে এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে চলে যাওয়া উচিত৷