দধীচি আনন্দ হিতবাদিনী আচার্যার আত্মাহুতির প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে রাঁচি রাজভবন অভিযান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৮শে আগষ্ট’২৪ সর্বত্যাগী সন্ন্যাসীনি ও পেটারবার থানার দাড়িদ আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ হিতবাদিনী আচার্যার আত্মাহুতির প্ররোচনা কারীদের শাস্তি ও ক্ষতিপূরণ সহ অন্যান্য দাবী পূরণের উদ্দেশ্য ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি রাজভবন অভিযান করে আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে রাজ্যপাল মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়৷ রাঁচি রেলওয়ে ষ্টেশনের কাছে পোদ্দার ধর্মশালা থেকে অভিযান শুরু হয়ে রাঁচি শহরের বিভিন্ন রাস্তা ধরে রাজভবন পর্যন্ত যাওয়া হয়৷

আনন্দমার্গের দাবী-অবধূতিকা আনন্দ হিতবাদিনী আচার্যার আত্মাহুতির প্ররোচনাকারী ও দোষী অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ ২) প্রস্তাবিত ভারত মালা জাতীয় সড়কের জন্যে বোকারো জেলার পেটারবার থানার দাড়িদ গ্রামে অবস্থিত ‘আনন্দ শুভচেতনা’ মাষ্টার ইউনিট অধিগ্রহণের ক্ষতিপূরণের সম্পূর্ণ টাকা জমির আইনগত মালিককে অবিলম্বে হস্তান্তর করতে হবে৷ ৩) দাড়িদ গ্রাম ও তৎসংলগ্ণ এলাকার স্থানীয় জনসাধারণ শিক্ষা ও জনকল্যাণের জন্যে পরিচালিত আনন্দমার্গ বিদ্যালয়ের পুনর্বাসনে বিকল্প জমি প্রদান করতে হবে৷ ৪) যতদিন উপরোক্ত তিনটি দাবি পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত দাড়িদ ‘আনন্দ শুভচেতনা মাষ্টার ইউনিট’ ও আশ্রমের অধিগ্রহণ করা যাবে না৷ ৫) দাড়িদ আনন্দ শুভচেতনা মাষ্টার ইউনিট ও আশ্রমে বসবাসকারী মহিলাদের সুরক্ষা প্রদান করতে হবে৷