ডেঙ্গির ভ্যাকসিন পরীক্ষায় সফল বাংলাদেশ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ডেঙ্গির ভ্যাকসিনের গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ৷  পরীক্ষামূলক প্রয়োগে পৃথিবীতে মেলা চার ধরণের ডেঙ্গি ভাইরাসের বিরুদ্ধেই মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র ও আমেরিকার ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের লার্নার কলেজ অব মেডিসিনের গবেষকদের তৈরী প্রতিষেধক, যার নাম দেওয়া হয়েছে টেট্রাভ্যালেন্ট-০০৫৷ কোভিড মহামারী কাটতে না কাটতে চলতি বছরে এডিস মশাবাহী ডেঙ্গির সংক্রমণ মাত্রাছাড়া হয়েছে বাংলাদেশে৷ সরকারি হিসাবে বলা হয়েছে,  এই মরসুমে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা ২লক্ষের বেশি ছাড়িয়েছে৷ এ দিনও ৯জন মারা যাওয়ায়, এ পর্যন্ত চলতি মরসুমে মৃতের সংখ্যাও নেহাত কম নয়৷ ঢাকার বাইরে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, সিলেট-সহ দেশের সর্বত্র ডেঙ্গি ছড়িয়েছে৷ এই পরিস্থিতিতে ডেঙ্গির ভ্যাকসিনেই ভরসা খুঁজছে প্রশাসন৷

বাংলাদেশ ডেঙ্গির ভ্যাকসিন পরীক্ষায় সাফল্যের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে৷ স্বাধীনতার পর থেকেই আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের টিকা প্রকল্পগুলি পরিচালনা করে৷ আমেরিকার বিশ্ববিদ্যালয়টির গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে ভ্যাকসিন তৈরির পরে ২০১৬ এর ১৩ই মার্চ থেকে ২০১৭-র ১৮ই ফেব্রুয়ারি পর্যন্ত তা ১৯২ জন স্বেচ্ছাসেবকের দেহে পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হয়৷  এঁদের মধ্যে এক বছরের শিশু থেকে ৫০বেশি নারী ও পুরুষ ছিলেন৷ সামান্য র‌্যাশ বেরোনো ছাড়া কারও দেহে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি৷  উদরাময় গবেষণা কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী রাশিদূল হক বাংলাদেশের সংবাদ মাধ্যমকে জানানা যে ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ৷ বিশ্বে যে চার ধরণের ডেঙ্গি ভাইরাস পাওয়া যায়, ভ্যাকসিনটি প্রতিটির অ্যান্টিবডি মানবদেহে তৈরী করতে পেরেছে৷ ২০২০ সালেও দেখা গিয়েছিল যে ভ্যাকসিন নেওয়ার পর কারও শরীরে ডেঙ্গি সংক্রমণ হয়নি৷