ডেঙ্গির প্রকোপে বাংলাদেশ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

বাংলাদেশের একের পর এক শহরে ডেঙ্গির সংক্রমণ বেড়েই চলেছে৷ প্রথমে শুরু হয়েছিল ঢাকায় এরপর ক্রমে ক্রমে সেটা বরিশাল, চট্টগ্রাম, ও খুলনাতেও ছড়িয়ে পড়েছে৷ সরকারি হিসেব অনুযায়ী প্রায় শতাধিক মানুষ ডেঙ্গিতে মৃত্যুবরণ করেছে এখন তার সম্পূর্ণ হিসাব করা সম্ভব হয়নি৷ কারণ এর সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে৷

এডিস মশার কামড়ে ডেঙ্গি ছড়ায়৷ ফি বছর গরম পড়তেই ডেঙ্গির প্রকোপের মুখে পড়েছে বাংলাদেশ৷ ঢাকার দুটি কর্র্পেরেশন মশা নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এবারেও এই রোগের প্রকোপ মাত্রাছাড়া হয়েছে৷ দুই কর্র্পেরেশনের মেয়র বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন৷ বেশ কিছু আবাসন ও সংস্থার অফিসের চত্বরের জমা জলে এডিস মশার লার্ভা মেলায় জরিমানাও করা হয়েছে৷ কিন্তু পুরকর্তাদের অভিযোগ, হাজার প্রচারেও মানুষকে সচেতন করা যাচ্ছে না৷ একই হাল চট্টগ্রাম ও বরিশালেও৷ এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় তাই শিশুদের চলাফেরা কম বলে তাদের বেশি করে কামড়ায়৷ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বয়স্কদের থেকে কম সম্ভবত এই কারণেই শিশুদের সংক্রমণও বেশি হচ্ছে৷