দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম দিবস উপলক্ষ্যে শিলচরে স্মরণসভা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ৫ই নভেম্বর দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্মদিন উপলক্ষে শিলচর শহরের বহু গুণীজনেরা সমবেত হয়েছিলেন স্মরণ সভায়৷

অনুষ্ঠানের শুরুতে সকাল ৮-৩০ মিনিটে স্মৃতিরক্ষা কমিটির সাধারণ সম্পাদক শ্রী সাধন পুরকায়স্থ ও উপস্থিত গুণীজনেরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন৷ এরপর সভার আয়োজন করা হয়৷ সবার শুরুতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ, এরপর বিশিষ্ট জনেরা৷ তাঁদের বক্তব্যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বর্ণময় জীবনের বিভিন্ন দিক উঠে আসে৷

ভারতীয় রাজনীতির অনন্য চরিত্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আদর্শ দেশাত্মবোধ, আত্মত্যাগ, দূরদর্শিতা যা সুভাষচন্দ্র ব্যতীত অন্য কোন নেতার মধ্যে দেখা যায়নি৷ আজকের প্রজন্ম দেশবন্ধুকে সেভাবে আর মনে রাখেনি৷ স্বাধীনতা পরবর্তী সময় স্বার্থান্বেষী রাজনীতিবিদরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও সুভাষ চন্দ্রের আদর্শকে ভুলিয়ে দিয়েছে৷ দেশের বর্তমান দুরবস্থার কারণ তাঁদের মত প্রকৃত দেশপ্রেমিক নেতার অভাব৷ আজ দেশ কে রক্ষা করতে হলে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের আদর্শ ছাত্র যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে যাতে নতুন প্রজন্ম থেকে উঠে আসে দেশবন্ধু, নেতাজির মতো আদর্শ নেতা৷ এটাই ছিল বক্তব্যের সারকথা৷

উপস্থিত ছিলেন শ্যামল কান্তি দেব, ডঃ সুখময় ভট্টাচার্য, ডঃ দিলীপ দে, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, প্রাক্তন অধ্যক্ষ দেবপ্রসাদ রায়,সাংসদ প্রতিনিধি পুলক দাস, বীরেশ ব্যানার্জি, নীহার পুরকায়স্থ, শতদল আচার্য্য, অঞ্জন চন্দ, আজমল হোসেন চৌধুরী, পঙ্কজ পুরকায়স্থ,  প্রাক্তন পৌর কমিশনার  গোপাল রায়, ঋষিকেশ দে জয়দীপ ভট্টাচার্য, মৃন্ময় রায়, মৃন্ময় নাথ, নবদ্বীপ দাশ প্রমুখ৷