সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
নরেন্দ্রমোদি দিল্লী দখলের পর থেকেই সরকারের সমালোচনা করলেই দেশদ্রোহী তক্মা জোটে বিরোধীদের কপালে৷ গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা মানেই দেশদ্রোহী নয় এমনই মন্তব্য করেন দেশের শীর্ষ আদালত৷
মোদি সরকারের সমালোচনা করায় জন্মু-কাশ্মীরের প্রাক্তনমুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লার বিরুদ্ধে করা একটি আবেদনের ভিত্তিতে শীর্ষ আদালতের সঞ্জয় কিষান কাউল ও হেমন্ত গুপ্তর বেঞ্চ আবেদন খারিজ করে মন্তব্য করেন---সরকারের নেওয়া কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করলেই রাষ্ট্রদ্রোহ বলা যায় না৷ সেই সঙ্গে শীর্ষ আদালত মামলাকারীদের ৫০ হাজার টাকা জরিমানাও করেন৷ এই নিয়ে দ্বিতীয়বার মোদি সরকার শীর্ষ আদালতে ভর্সিত হলেন৷ এর আগে ২০১৬ সালে একই আবেদনের একটি মামলায় শীর্ষ আদালত একই মন্তব্য করেছিল৷