দেশের সেরা থানা বাঙলার শ্রীরামপুর

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

।বিরোধীদের শত কুৎসা অপবাদকে  উপেক্ষা করে দেশের মধ্যে আরও এক সেরার কৃতিত্ব অর্জন করল পশ্চিমবঙ্গ সরকার৷ কিছুদিন আগেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রতিবেদনে উঠে আসে দেশের মধ্যে সবথেকে নিরাপদ শহর কলকাতা মহানগরী৷ সেই রেশ কাটার আগেই আরও এক দেশের সেরার শিরোপা অর্জন করল পশ্চিমবঙ্গ৷ গোটা দেশের সেরা তিন থানার মধ্যে জায়গা করে নিল হুগলী জেলার শ্রীরামপুর থানা৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সারাদেশে পর্যবেক্ষন করে সেরা তিনটি থানা চিহ্ণিত করেন, তার মধ্যে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর থানা একটি৷ যে সব বিষয়গুলি দেখে সেরা চিহ্ণিত করা হয়---তাহল পরিষেবা প্রদান, রেকর্ড সংরক্ষণ,থানা অফিসারদের সঙ্গে স্থানীয় মানুষের ব্যবহার, ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করার পর সেরা চিহ্ণিত করা হয়৷ শ্রীরামপুর থানার কেশ ডায়েরি সহ অপরাধের রেকর্ড রাখার জন্য বারকোড ব্যবহার করা হয়৷ এই কোড স্ক্যান করে ফাইলের বিষয়ে চটজলদি জানা যায়৷ থানার বিভিন্ন সম্পত্তিও এই কোডের আওতায় আছে৷ শ্রীরামপুর থানার সীমানার মধ্যেই একটি পুকুর আছে৷ সেখানে প্রবীনদের অবসর যাপনের জন্য ব্যবস্থা আছে৷ এই সব বিষয় পর্যবেক্ষণ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শ্রীরামপুরকে সেরার তালিকায় অন্তর্ভুক্ত করে৷