দঃপূঃ কলকাতায় আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৪ই সেপ্ঢেম্বর দক্ষিণ-পূর্ব কলকাতার গড়িয়া আনন্দগমার্গ স্কুলে  আনন্দমার্গের  এক সেমিনার অনুষ্ঠিত হয়৷  এই সেমিনারে দক্ষিণ-পূর্ব-কলকাতার আনন্দমার্গের সাধক সাধিকাগণ সপরিবারে যোগদান করেন৷

এই সেমিনারে সহজভাবে প্রশ্ণোত্তরের মাধ্যমে সংক্ষেপে সুস্থ দীর্ঘ জীবন যাপনের পদ্ধতি, সাধনার  শাক্ত, বৈষ্ণব ও শৈব স্তর , শ্রীশ্রী  আনন্দমূর্ত্তিজীর  সামাজিক-অর্থনৈতিক  দর্শন  ‘প্রাউটের বহুমুখী পরিকল্পনা, আনন্দমার্গের ঈশ্বরকেন্দ্রিক দর্শনের শ্রেষ্ঠত্ব- এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়৷  আলোচনা করেন আচার্য প্রদীপ দেব  ও অবধূতিকা আনন্দ প্রজ্ঞাপারমিতা আচার্যা৷

সেমিনারের আয়োজক ছিলেন স্থানীয়  আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ মধুমালিকা আচার্যা৷

সবশেষে আনন্দ প্রজ্ঞাপারমিতা দিদি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর লীলা কথা শোনান৷