দিব্যপ্রকাশানন্দজীর্ শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানে দৃঢ় সংকল্প গ্রহণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২১শে মার্চ’২৪ আচার্য দিব্যপ্রকাশানন্দ অবধূত আমাদের ছেড়ে অমৃতলোকে চলে যান৷ ২৯শে মার্চ’২৪ শুক্রবার তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রদ্ধাঞ্জলী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় দক্ষিণ প্রত্যন্ত আনন্দনগরের কৌষিকী জুনিয়র হাইস্কুলে৷ এখানেই তাঁর কর্মস্থল ছিল৷ ভক্তিমূলক প্রভাতসঙ্গীত, ‘বাবা নাম কেবলম’ নাম-সংকীর্তন, মিলিত ঈশ্বর প্রণিধাণ, বর্ণার্ঘ্যদান ও স্বাধ্যায় শেষে সমাজ কল্যাণে তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয়৷ মৃত্যুর পূর্বে দিব্যপ্রকাশানন্দজী কৌষিকী জুনিয়র হাইস্কুল ক্যাম্পাসে ধর্মচক্রের জন্যে দ্বিতলে একটি ভবন নির্মাণ শুরু করেছিলেন৷ গত ২০শে ফেব্রুয়ারী’২৪ ওই ভবনের ছাদ ঢালাই হয়েছিল৷

তাঁর গুণমুগ্দ দীক্ষা ভ্রাতাগণ দৃঢ়সংকল্প গ্রহণ করেন যে ‘‘তাঁর নির্মিত ভবনটির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার৷’’ আর সম্মিলিতভাবে ওই ভবনটির নাম রাখা হয়েছে ‘আচার্য দিব্যপ্রকাশানন্দ অবধূত’ ভবন৷