সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
মেদিনীপুর ডায়োসিসের মার্গীদের ঐকান্তিক আগ্রহে ও শ্রদ্ধেয় আচার্য কৃষ্ণনাথানন্দ অবধূতের পরিচালনায় গত ১লা ও ২রা মার্চ দীঘি আনন্দমার্গ আশ্রমে দুদিনব্যাপী ‘সাধনা শিবির’ অনুষ্ঠিত হল৷ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, চবিবশ পরগনা, পুরুলিয়া প্রভৃতি এলাকা থেকে শতাধিক মার্গী এই শিবিরে অংশগ্রহণ করেছিলেন৷ সাধনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ক্লাস নেন শ্রদ্ধেয় আচার্য বিকাশানন্দ অবধূত এবং আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷ সমুদ্রতীরে ভোরবেলায় পাঞ্চজন্য ও নগর কীর্তনের দৃশ্য এবং অনুভূতি সত্যিই মনে রাখার মত৷ এই দুদিনে প্রত্যেক মার্গী তাদের অন্তরের মনিকোঠায় যে অমূল্য ভাবসম্পদ সংগ্রহ করে স্ব স্ব গৃহে প্রত্যাবর্তন করলেন তা এককথায় অনাস্বাদিতপূর্ব৷