াার শুভ পদার্পণ দিবসকে কেন্দ্র করে দীঘা আনন্দমার্গ আশ্রমে প্রতিবছর মে মাসের চার ও পাঁচ তারিখে ২৪ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন হয়৷ এ বছরেও তার ব্যতিক্রম হয়নি৷ গত ৪ তারিখ সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত অখণ্ড বাবা নাম কেবলম্’ নাম সংকীর্ত্তন৷ তারপর ছটা সাত মিনিটে উলু ও শঙ্খধবনি সহকারে পরমারাধ্য াার জন্মদিন পালন করা হল৷ পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, কাঁথি, জেঠাইবাড়ি, দীঘা এগরা ইত্যাদি বিভিন্ন স্থান থেকে মার্গীরা বাবা কোয়ার্টারে সমবেত হয়েছিলেন৷ এবারে কীর্ত্তনের মনোরম পরিবেশ ও ভাবগাম্ভীর্য সবারই মনে দাগ কেটেছে৷ কীর্তন শেষে মিলিত সাধনান্তে াার আদর্শ ও কর্মধারার উপর বক্তব্য রাখেন আচার্য সুশান্তনন্দ অবধূত, শ্রী শুভেন্দু ঘোষ ও শ্রী শীর্ষেন্দু কুণ্ডু৷ শেষ পাতে দই মিষ্টির ন্যায় শ্রী প্রদীপ মাইতির নির্দেশনায় দেড় ঘন্টার সংক্ষিপ্ত সাংসৃকতিক অনুষ্ঠান সবার মনকে আনন্দরসে পূর্ণ করেছে৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এস.ডি.এম ভুক্তিপ্রধান শ্রীপার্থসারথি পাল৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়