সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
জগদগুরু শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজীর শুভ পদার্পণ দিবস উপলক্ষে গত ৪ঠা ও ৫ই মে দীঘা আনন্দমার্গ আশ্রমে ২৪ঘণ্টা ব্যাপী অখণ্ড বাবানাম কেবলম নামসংকীর্তন অনুষ্ঠিত হল৷ আচার্য নির্মলশিবানন্দ অবধূত, দেবাত্মানন্দ অবধূত, মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, সুবোধানন্দ অবধূত, কৃষ্ণনাথানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ বিভুকনা আচার্যা প্রমুখ দাদা-দিদি ও বিশিষ্ট মার্গীদের উপস্থিতিতে বাবা কোয়ার্টার কয়েকদিনের জন্য চাঁদের হাটে পরিনত হয়েছিল৷ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কোলকাতা প্রভৃতি জেলা থেকে বহু মার্গী ভাই-বোন উপস্থিত হয়েছিলেন৷ সমস্ত রকম অসুবিধাকে মানিয়ে নিয়ে মার্গীরা বাবার উপস্থিতি ও কীর্ত্তন রস আস্বাদন করে নিজেদের ধন্য করেছেন৷ প্রাতঃকালীন নগর কীর্ত্তন ও সবশেষে সমুদ্রতীরে বসে মিলিত সাধনার একটা আলাদা অনুভূতির কথা কেউই ভুলতে পারবেন না৷