সংবাদদাতা
পি এন এ
সময়
দু’ বছর আগে দিল্লীর বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের ‘আপ’ পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছিল৷ কিন্তু এই দুই বছরে তাদের জনপ্রিয়তা এখন তলানিতে এসে ঠেকেছে৷ সম্প্রতি তিনটি পুরসভা ভোটেই কেজরিওয়ালের শোচনীয় পরাজয় হ’ল ও জয় ছিনিয়ে নিল বিজেপি৷ মোট ২৭০টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১২৮টি আসন৷
উত্তর দিল্লী পুরসভা, দক্ষিণ দিল্লী পুরসভা ও পূর্ব দিল্লী পুরসভা---তিনটি পুরসভাতেই বিজেপি জয়লাভ করেছে৷ গত বিধানসভা নির্বাচনে আপ পেয়েছিল ৫৩ শতাংশের বেশী ভোট, এবার না নেমে হয়েছে ২৫ শতাংশ৷