ডিমডিহায় যোগ সাধনা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৫-১৬ মার্চ ২০২৫, আনন্দনগরের ‘বি’ ডিট লেভেলের যোগ সাধনা শিবির ডিমডিহা আনন্দমার্গ জাগৃতি ভবনে অনুষ্ঠিত হয়৷ শনিবার, শিবিরার্থী মার্গীরা সেখানে সমবেত হন, গভীর সাধনা ও আত্মশুদ্ধির পরিবেশে নিজেদের নিমগ্ণ করেন৷ সাধনানুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ষোড়শ বিধির শুদ্ধ পালনের গুরুত্ব, যা প্রতিটি অংশগ্রহণকারীর জীবনে অন্তর্নিহিত নীতি ও শৃঙ্খলার স্পষ্টতা আনয়ন করে৷ সারা শিবির জুড়ে ছিল একাগ্রতা, আত্মশুদ্ধি ও আদর্শানুগতার এক অনন্য সমাহার৷