দিনহাটাতে  অখন্ড কীর্ত্তন, -বস্ত্র বিতরণ ও নারয়ণ সেবা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোচবিহার জেলার  দিনহাটাতে  আনন্দমার্গের  মহিলা বিভাগের তরফ থেকে এখানকার বিশিষ্ট আনন্দমার্গী  কৃষ্ণা দে-র এর উদ্যোগে  গত ১৯শে সেপ্ঢেম্বর  মহালয়া উপলক্ষ্যে প্রভাত সঙ্গীতানুষ্ঠান, অখন্ডকীর্ত্তন, বস্ত্র বিতরণ  ও নারায়ণ সেবার  আয়োজন করা হয়৷ অনুষ্ঠান শুরু হয় এদিন সকাল  সাড়ে নটায় ৷ প্রভাত সঙ্গীত  ও কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ উৎপলা আচার্যা, পঙ্কজ কেওট, অবধূতিকা আনন্দ বীতরাগা আচার্র্য, আচার্য শুচিধানন্দ  অবধূত, -দিলীপ দে, সজল দাস, আচার্য মহীতোষ ব্রহ্মচারী, কান্তেশ্বর রায় ও আরও অনেকে৷

দ্বিতীয়পর্বে , মিলিত ঈশ্বর প্রণিধানের পর সাধনা ও কীর্ত্তন মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন  আনন্দ বীতরাগা আচার্যা , আনন্দ উৎপল আচার্যা ও আচার্য শুচিধানন্দ অবধূত৷ তাঁরা বলেন, আত্মমুক্তির সাধনা ও সমাজসেবাই  মানুষের  জীবনের  প্রকৃত  আদর্শ ৷ মানুষের  বৈয়ষ্টিক জীবনে  ও সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠার  এটাই  একমাত্র পথ৷

এরপর ৬০ জন মহিলার হাতে  নূতন বস্ত্র তুলে দেওয়া হয় ও দুই শতাধিক  ব্যষ্টিকে  নারায়ণ সেবা অনুষ্ঠানে  প্রীতিভোজে  আপ্যায়িত করা হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ উৎপলা আচার্র্য৷