ডিষ্ট্রিক্ট লীগে চ্যাম্পিয়ান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭ই অক্টোবর,২৩ মানভূম (পুরুলিয়া) স্পোর্টস এসোসিয়েশন আয়োজিত বি ডিভিশনের জেলা ফুটবল লীগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় পুরুলিয়ার হুটমুড়া মাঠে৷ আনন্দনগর বনাম আদিবাসী ইয়ূনাইটেড, বলরামপুরের মধ্যে প্রতিযোগিতা হয়৷ আচার্য নারায়ণানন্দ অবধূত বলেন--- পরমপুরুষের অসীম কৃপায় আর আপনাদের সকলের আশীর্বাদ ও শুভেচ্ছায় মাত্র দুই বছরের মধ্যে আনন্দনগর ফাইনাল লীগ ম্যাচ-১-০ গোলে আদিবাসী ইয়ূনাইটেডকে পরাজিত করে বি ডিভিশনে পুরুলিয়া ডিষ্ট্রিক্ট লীগ চ্যাম্পিয়ন হয়েছে ও আগের ম্যাচই ‘এ’ ডিভিশনে উন্নিত হয়েছে৷ আসছে বছর থেকে ‘এ’ ডিভিশনের হয়ে খেলবে৷

গোল করে গুরুপদ টুডু-১, তাকে বেষ্ট প্লেয়ার হিসেবে ঘোষিত করা হয়৷ চ্যাম্পিয়ান ট্রফি ও নগদ সাত হাজার টাকা দিয়ে পুরসৃকত করা হয়৷

আমাদের এই জয় ও সম্মান সব খেলোয়াড়দের, কোচদের যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছে, যাঁরা আর্থিকভাবে সহায়তা করেছেন, সবশুভানুধ্যায়ী ও সুষ্ঠুভাবে পরিচালনায় যাঁরা সাহায্য করেছেন তাঁদের সকলকে উৎসর্গ করলাম ও তাঁদের সকলের কাছে আমি চির কৃতজ্ঞ৷ আমরা এই লীগে  কোন গোল না  খেয়ে চ্যাম্পিয়ন হয়েছি৷

কৃতজ্ঞতা স্বীকার করি, আমাদের একাডেমি স্পিরিচ্যুয়ালিষ্টস স্পোর্টস এণ্ড এডভেঞ্চারস ক্লাব, আনন্দনগর ট্রেনিং শুরু করার পেছনে যে দুজনের অবদান অনস্বীকার্য তাঁদের প্রথমজন হচ্ছে ইষ্ট বেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবল ক্রীড়াবিদ ও ক্যাপ্ঢেন শ্রীসূর্যবিকাশ চক্রবর্তী৷ দ্বিতীয় জন হচ্ছেন বিহারের পটনার রূপেশ কুমার সিং৷