এখনও ভারতীয় দলে অভিষেক হয়নি৷ কিন্তু ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ছেন অভিমন্যু ঈশ্বরণ৷ দলীপ ট্রফিতে ব্যাট হাতে নজির গড়েছেন তিনি৷ ঈশ্বরণ নাম লিখিয়েছেন ওয়াসিম জাফর, গৌতম গম্ভীরদের ক্লাবে৷ ২১ বছর পরে আবার কোনও ভারতীয় ক্রিকেটার এই কীর্তি করেছেন৷
দলীপে ভারত বি দলের অধিনায়ক ঈশ্বরণ৷ ভারত সি-র বিরুদ্ধে খেলা চলছে৷ প্রথম ইনিংসে ৫২৫ রান করে ভারত সি৷ জবাবে ভারত বি করে ৩৩২ রান৷ ওপেন করতে নেমেছিলেন ঈশ্বরণ৷ শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি৷ করেন ১৫৭ রান৷ যেখানে সরফরাজ খান, রিঙ্কু সিংহের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারেরা রান পাননি, সেখানে ঈশ্বরণ অধিনায়কের ইনিংস খেলেছেন৷ ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকার নজির গড়েছেন বাংলার ক্রিকেটার৷
ঈশ্বরণ ছাড়া দলের অপর ওপেনার নারায়ণ জগদীশন ৭০ রান করেছেন৷ তাঁদের মধ্যে ১২৯ রানের জুটি হয়৷ কিন্তু এই দুই ব্যাটার ছাড়া আর কেউ তেমন রান পাননি৷ তার ফলে ভাল শুরুর পরেও ৩৩২ রানে অল আউট হয়ে যায় দল৷ প্রথম ইনিংসে ১৯৩ রানের লিড পায় ভারত সি৷ দলীপে সপ্তম ক্রিকেটার হিসাবে ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকেছেন ঈশ্বরণ৷ প্রথম বার ১৯৯৩-৯৪ মরসুমে এই কীর্তি করেন পশ্চিমাঞ্চলের সুরেন্দ্র ভাবে৷ ১৯৯৯-২০০০ মরসুমে পশ্চিমাঞ্চলেরই ওয়াসিম জাফর ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন৷ ২০০১-০২ মরসুমে উত্তরাঞ্চলের হয়ে আকাশ চোপড়া, ২০০৩-০৪ মরসুমে পূর্বাঞ্চলের হয়ে শিবসুন্দর দাস, উত্তরাঞ্চলের হয়ে গৌতম গম্ভীর ও পশ্চিমাঞ্চলের হয়ে বিনায়ক মানে এই কীর্তি করেন৷ ২১ বছর পর দলীপে আবার কোনও ব্যাটার ওপেন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন৷ এই কীর্তি যে সাত ব্যাটার করেছেন তাঁদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক রান করেছেন ঈশ্বরণ৷ সর্বাধিক রান করেছিলেন জাফর (১৭৩)