দুঃস্থদের খাদ্যসামগ্রী বিতরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১২ই মার্চ ২০২৫, আচার‌্য বিষ্ণুকৃপানন্দ অবধূতজীর সহযোগিতায় উত্তর আনন্দনগরের পিরি গ্রামে ২৬টি দুঃস্থ আদিবাসী পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ প্রতিটি পরিবারকে ৫ কেজি আটা, ১ কেজি মুগডাল, ১ লিটার সর্ষের তেল ও ১ কেজি সয়াবিন বড়ি প্রদান করা হয়৷

এছাড়াও, আনন্দমার্গ শিশুসদনের শিশুদের পুষ্টির কথা বিবেচনা করে ১০ কেজি মুগডাল, ১০ কেজি সয়াবিন বড়ি ও ২ কার্টুন বিস্কুট প্রদান করা হয়৷ এই মহতী উদ্যোগটি উপস্থিত সকলের মধ্যে আন্তরিকতার সঞ্চার ঘটায়৷