দুইজন দক্ষ ক্রিকেটার হার্দিক পাণ্ড্যে ও লোকেশ রাহুলের নাম বিশ্বকাপ ২০১৯ এর দল থেকে বাদ পড়ল

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

নারী বিদ্বেষী মন্তব্যের জন্যে ও অশালীন ব্যবহারের জন্যে বিশ্বকাপ ২০১৯ এর খেলা থেকে বাদ পড়ল দুটি ক্রিকেটারের নাম --- হার্দিক পাণ্ড্যে ও লোকেশ রাহুল৷ হার্দিক যেহেতু একজন অলরাউন্ডার ও তার প্রতিভার কারণে তিনি যে স্পনসারদের পেয়েছিলেন তারা পর্যন্ত তার সাথে সম্পর্ক রাখতে অনিচ্ছুক৷ তাঁরা জানিয়েছেন হার্দিকের  কথাবার্র্ত আমাদের  মূল্যবোধের  সঙ্গে মিলছে না৷  তাউ পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত হার্দিকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন তারা৷

শৃঙ্খলাজনিত  কারণে  অস্ট্রেলিয়া থেকে লোকেশ রাহুলের সঙ্গে হার্দিককেও দেশে ফেরৎ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে  ভারতীয়  ক্রিকেট কন্ট্রোল বোর্ড৷ সুপ্রিম কোর্টের নির্দেশে গড়া প্রশাসকদের  কমিটি বা সিও এ দু’জনকেই  নতুন করে  শোকজ করেছে৷ যতদিন না তদন্ত  শেষ হচ্ছে, ততদিন বিসিসিআই, আইসিসি বা কোনও রাজ্য ক্রিকেট সংস্থার  কোনও  প্রতিযোগিতায় খেলতে  পারবেন  না দু’জনে ৷ চলতি  মাসেই  নিউজিল্যাণ্ড সফরেও  সম্ভবত  খেলবেন  না তাঁরা৷ প্রশাসকদের কমিটির অন্যতম সদস্য  ডায়না  এডুলজি আবার বিশ্বকাপের  দল থেকেও বাদ দিতে  চাইছেন দু’জনকে৷ তিনি বলেছেন,‘‘কেউই খেলার  চেয়ে বড় নয়, কেউ সংস্থার চেয়ে বড়  নয়৷ কোড অব কন্ডাক্ট বলে একটা ব্যাপার আছে৷ চুক্তিতেও সব লেখা  আছে৷ সেই নিয়ম কানুন আচরণবিধি  মেনে তো চলতে হবে৷ প্রত্যেক ক্রিকেটারকেই  নিজের দায়িত্ব জানতে হবে৷ এই ধরণের  কথাবার্তা বোর্ডের ভাবমূর্তি নষ্ট  করছে৷ আমাদের সেটা ঠিক করতে হবে৷’’ কিন্তু  বিশ্বকাপেও কি  দু’জনে  খেলবেন না? ডায়না বলেছেন, ‘তা হতেই পারে৷’’ অর্থাৎ, বিশ্বকাপের দলে নাও রাখা হতে পারে দু’জনকে৷

এদিকে ভারতীয় ‘এ’ দল ও ঘরোয়া ক্রিকেটে ভাল খেলার  পুরস্কার পেলেন শুভমন গিল ও বিজয় শঙ্কর৷ অর্থাৎ হার্দিক ও রাহুলের বদলে দলে আনা হচ্ছে এই দুজন যুব তারকাকে৷ বিশেষতঃ রাহুল দ্রাবিড়ের  সুপারিশে শুভমন গিলকে  দলে আনার সিদ্ধান্ত আর দৃঢ় হয়৷