দুন এক্সপ্রেসে যাত্রী হামলার প্রতিবাদে আমরা বাঙালীর বিক্ষোভ প্রদর্শন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কুদরা স্টেশনে হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় কেদারনাথ ফেরত একদল বাঙালী পর্যটকদের ওপর চড়াও হয় কিছু বিহারী দুষৃকতী, আর পি এফের কাছে সাহায্য চাইলেও আরপিএফ নীরব থেকেছে৷ আরপিএফের এরূপ ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে ‘আমরা বাঙালী’ ও ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’৷ আরপিএফের পরোক্ষ মদতের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবীতে হাওড়া স্টেশন থেকে হাওড়া ডিআরএম কার্যালয় অবধি বিক্ষোভ মিছিল করে এসে ডিআরএম সাহেবের নিকট ‘আমরা বাঙালী’ ও ‘বাঙালী ছাত্র-যুব সমাজ’ স্মারকপত্র জমা দেয়৷ ‘বাঙালী যুব সমাজের’ পক্ষে তপোময় বিশ্বাস বলেন- গত মঙ্গলবার হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় কেদারনাথ ফেরত বাঙালী যাত্রীদের আক্রমণের শিকার হতে হয়৷ বারবার আবেদন করা সত্ত্বেও রেল পুলিশ তাদের আবেদনে সাড়া দেয়নি কেন? আমাদের মনে রাখতে হবে, ভারতবর্ষ বিভিন্ন  জাতি এবং সম্প্রদায়ের সমন্বয়ে গঠিত এবং ভারতীয় রেল তাদের সবার মধ্যে এক সুন্দর সংহতি স্থাপন করেছে ,প্রতি টি রাজ্য কে পারস্পরিক বন্ধনে আবদ্ধ করেছে৷ কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করলাম, সম্প্রতি হাওড়া গামী ডাউন দুন এক্সপ্রেসের কামড়ায় বাঙালী যাত্রীরা কিছু দুর্বৃত্তদের দ্বারা চরম হেনস্তার শিকার হলো, লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মত বেদনাদায়ক ঘটনা ঘটেছে৷ রেহাই পায়নি শিশু থেকে বৃদ্ধ, মহিলা৷

রিজার্ভেশন কামরা হওয়া সত্ত্বেও এই ধরনের  অপ্রীতিকর ঘটনা ঘটে কিভাবে? এই বাঙলার বুকে ও তো কতো ট্রেন চলাচল করে কিন্তু কোথাও কোন অপ্রীতিকর ঘটনার নিদর্শন নেই, তাহলে বিহারের বুকে এই ধরনের ঘটনা ঘটে কিভাবে ? বিশেষত যেখানে আরপিএফ থাকে? ভারতীয় রেল দোষীদের বিরুদ্ধে এখনও কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি কেন? আমরা পরিষ্কার ভাবে মাননীয় ডিআরএম সাহেবের নিকট ডেপুটেশনের মাধ্যমে ভারতীয় রেলের কাছে আবেদন করছি৷ ১) অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, ২) ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ, ৩) আহত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতি পূরণ দিতে হবে৷ এছাড়াও উপস্থিত ছিলেন- জ্যোতিবিকাশ সিনহা, জয়ন্ত দাশ, অরূপ মজুমদার, বাপী পাল, মিন্টু বিশ্বাস, হিতাংশু বন্দ্যোপাধ্যায়, স্বাগতা বন্দ্যোপাধ্যায়, প্রণতি পাল প্রমুখ৷