সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৩রা ডিসেম্বর, প্রতিমা ওয়েলফেয়ার ট্রাস্ট ও এ্যামার্টের যৌথ উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষদের মধ্যে বধিরতা দূরীকরণ যন্ত্র, জুতা ও স্ট্যাণ্ড স্টিক অন্ধ ব্যক্তিদের জন্য হ্যাণ্ড বেল প্রদান করা হয়৷
গঙ্গাজল ঘাঁটি শালতোড়া ও মেজিয়া ব্লকের গ্রামাঞ্চলে দুঃস্থ ব্যক্তিদের মধ্যে আনন্দমার্গ এ্যামার্টের উদ্যোগে প্রতি রবিবার করে প্রায় ১৫০০ কম্বল দুঃস্থ ব্যক্তিদের দান করা হয়েছে৷ এছাড়া রক্তদান শিবির ও বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা স্থানীয় মানুষের মধ্যে বিতরণ করা হয়৷