‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ এই স্লোগান ছিল নরেন্দ্র মোদীর মুখে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার আগে৷ তিনি ভারতবাসীকে অনেক স্বপ্ণ দেখিয়েছিলেন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার আগে৷ কিন্তু আর পাঁচটা স্বপ্ণের মতই মোদির দুর্নীতি মুক্ত ভারত সাতবছরেও অধরা৷
সম্প্রতি ‘ট্রেস’ নামের একটি সংগঠন বিশ্বের ১৯৪ টি দেশের মধ্যে ব্যবসায়িক ঘুষের নিরিখে সমীক্ষা চালিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ তাতে ভারতের স্থানঃ ৮২ নম্বরে৷ গত বছরে ভারতের স্থান ছিল ৭৭ নম্বর৷ অর্থাৎ একবছরে মোদির ভারত ঘুষের নিরিখে দুর্নীতিতে আরও পাঁচ ধাপ নেমেছে৷
ব্যবসায়ী ও সরকারের সম্পর্ক, আইনের প্রয়োগ, আমলাদের কাজের স্বচ্ছতা, সংবাদ মাধ্যমের ভূমিকা ইত্যাদি বিষয়ের ওপর নির্ভর করে ট্রেস এই প্রতিবেদন তৈরী করে৷ ক্ষুধার নিরিখে ভারত প্রতিবেশী রাষ্ট্রের থেকে পিছিয়ে থাকলেও এক্ষেত্রে পাকিস্তান বাংলাদেশ নেপাল থেকে ওপরে আছে৷