ধলভূমগড়ে গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ধলভূমগড় মোহিলীসোলে, বরুণ সাউর নবনির্মিত বাসভবনে গত ১০ই নভেম্বর আনন্দমার্গীয় বিধিমতে গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়৷ এই উপলক্ষ্যে ৬ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত৷ অনুষ্ঠান শেষে সকলকে প্রীতিভোজে আপ্যায়ন করা হয়৷