ধোঁয়ার কুণ্ডলী

লেখক
শ্রীপথিক

কুণ্ডলী পাকানো ধোঁয়ায়

ক্ষুদ্র আমার এই ঘরখানি বিষাক্ত হয়ে গেছে৷

ছাতের এ আবরণ খুলে দাও

এ ধোঁয়ার কালি  নীলাকাশে মিলেমিশে

নিষ্কলঙ্ক নীল হয়ে যাবে৷