ধর্মের কলঙ্ক ‘সাধুবেশী রাবণে’র কুড়ি বছর কারাদণ্ড

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ধর্মের কলঙ্ক, ‘সাধুবেশী রাবণহরিয়ানার ডেরা সাচা সৌদাআশ্রমের প্রধান গুরমিত রাম রহিম সিং-এর জঘন্য দুষ্কর্মের জন্যে সি.বি.আই আদালত গত ২৮শে আগষ্ট তাকে কুড়ি বছর পৃথক পৃথক ভাবে ১০ বছর+ ১০ বছর মোট ২০ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল৷ ওই স্বঘোষিত গুরু গুরমিত রাম রহিম সিংহের বিরুদ্ধে দুজন ভক্ত শিষ্যাকে বলাৎকার করার অভিযোগে এই শাস্তি হয়েছে৷ বিচারক জগদীশ সিং মন্তব্য করেছেন, ধর্মপ্রাণ ভক্তদের সঙ্গে বন্য জন্তুর মত আচরণ করেছেন এই তথাকথিত ধর্মগুরু৷

এই ডেরা সাচা সৌদাপ্রধানের বিরুদ্ধে বহু ধর্মপ্রাণা মহিলার ওপর পাশবিক আচরণের অভিযোগ আছে৷

কোনো মহিলার ওপর এভাবে পাশবিক অত্যাচার করা এমনিতেই মহাপাপ৷ তার ওপর ধর্মগুরুনাম নিয়ে এই জঘন্য পাপকাজ---ধর্মের নামে কলঙ্ক লেপন, কোটি কোটি মানুষের সরল ধর্ম বিশ্বাসের প্রতি বেইমানি৷ এ হল মহাপাতকের কাজ৷ কোনোরকম দণ্ডই এই মহাপাপীদের কাছে কম দণ্ড হয়৷

গত ২৫শে আগষ্ট সি.বি.আই আদালতে এই স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে৷ এই শাস্তির সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে অন্ধবিশ্বাসগ্রস্ত এর বিপুল সংখ্যক শিষ্য পাঁচকুলায় যে সি.বি.আই আদালত তার শাস্তি ঘোষণা করে ওই পাঁচকুলা সহ পাঞ্জাব, হরিয়ানার বিভিন্ন অংশে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা শুরু করে ও বিভিন্ন গাড়িতে আগুন ধরায়৷ পুলিশের সঙ্গে ক্ষিপ্ত জনতার সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত ও গুরুতরভাবে আহত হন ২৫০ জন৷ শতাধিক গাড়িও ভস্মীভূত হয়৷