সংবাদদাতা
পি.এন.এ.
সময়
গত ২৫শে এপ্রিল যোধপুর আদালতে আসারামের বিরুদ্ধে ৫ বছর পূর্বে ১৬ বছর বয়সী এক কিশোরীর ওপর পাশবিক অত্যাচারের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়৷ অভিযুক্ত আসারাম বাপু সহ ৫ জনের মধ্যে ২ জন বেকসুর খালাস হয়৷ অপর দু’জনের ২০ বছর করে কারাদন্ড হয়৷ কিশোরীর বাবা আদালতে কাঁদতে কাঁদতে বলেন অবশেষে তিনি ন্যায় বিচার পেলেন৷