ধর্মীয় নেতার স্তুতিতে ইরানে আপত্তি, পুলিশের নির্মম প্রহারে নিহত স্কুল ছাত্রী

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

আবার নিরাপত্তাবাহিনীর বেধড়ক মারে মৃত্যু হল পনেরো বছরের এক স্কুল ছাত্রী৷ হিজাব বিরোধী বিক্ষোভ আন্দোলন এখানে এখনো নেভেনি৷ তার মধ্যেই আবার ঘটে গেল মৃত্যুর ঘটনা৷ খবরে প্রকাশ, গত সপ্তাহে আ-দাবিলের এক স্কুলে ঢুকে নিরাপত্তা বাহিনী মারধর চালায়৷ তাতেই নিহত হয় আসরা পানাহি৷

ইরানে মেয়েদের হিজাব পরা বা মাথা ঢাকা আবশ্যক৷ ঠিকভাবে হিজাব না পরার অপরাধে গত ১৩ই সেপ্ঢেম্বর ২২ বছরের  মাহাসা আমনিকে পুলিশ তুলে নিয়ে যায়৷ এরপর পুলিশের মারে  কোমায় চলে যাওয়া মাসা কে হাসপাতালে ভর্ত্তির দু’দিন পর তার মৃত্যু হয়৷

সপ্তাহ দুয়েক আগে ইরানের বিভিন্ন স্কুলে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে৷ স্কুলের পড়ুয়ারা, ক্লাসরুমে খেলার মাঠে হিজাব বিরোধী বিক্ষোভ দেখতে শুরু করে৷ মহিলাদের জীবন, স্বাধীনতার অধিকার চাই, স্বৈরাচারীর মৃত্যু চাই, স্লোগান শোনা যায় স্কুলেও৷ অনেকে ইরানের সর্র্বেচ্চ নেতা আয়াতোল্লা আলি খোমেনেইমের ছবি ছিঁড়েও প্রতিবাদ দেখায়৷