ধর্মনগরে আমরা বাঙালীর গণ অবস্থান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭ই ডিসেম্বর, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবীতে ‘আমরা বাঙালী’ কর্মীবৃন্দ উঃত্রিপুরা ধর্মনগর শহরে সেন্ট্রাল রোডে নেতাজী মূর্তির পাদদেশে গণবস্থান করেন৷ উপস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, কেন্দ্রীয় কমিটির সদস্য কেশব মজুমদার, বিধিত দেবনাথ ও উঃ ত্রিপুরা জেলাকমিটির আহ্বায়ক বিভাসরঞ্জন দাস, গোপালকৃষ্ণ দাস প্রমুখ৷ রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন ---পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম বাংলা ভাষা৷ সাহিত্য সংস্কৃতির বিচারেও ভারতবর্ষের যেকোন ভাষার চেয়ে বাংলা অনেক বেশী উন্নত৷ তথাপি বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি না দিয়ে দিল্লীর বাঙালী বিদ্বেষী সরকার অন্যান্য ভাষাকে স্বীকৃতি দিয়েছে৷ বাংলা ভাষা তার যোগ্য মর্যাদা না পাওয়া পর্যন্ত ‘আমরা বাঙালী’র আন্দোলন চলবে৷