সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৭ই ডিসেম্বর, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির দাবীতে ‘আমরা বাঙালী’ কর্মীবৃন্দ উঃত্রিপুরা ধর্মনগর শহরে সেন্ট্রাল রোডে নেতাজী মূর্তির পাদদেশে গণবস্থান করেন৷ উপস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল, কেন্দ্রীয় কমিটির সদস্য কেশব মজুমদার, বিধিত দেবনাথ ও উঃ ত্রিপুরা জেলাকমিটির আহ্বায়ক বিভাসরঞ্জন দাস, গোপালকৃষ্ণ দাস প্রমুখ৷ রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন ---পৃথিবীর প্রাচীনতম ভাষাগুলির মধ্যে অন্যতম বাংলা ভাষা৷ সাহিত্য সংস্কৃতির বিচারেও ভারতবর্ষের যেকোন ভাষার চেয়ে বাংলা অনেক বেশী উন্নত৷ তথাপি বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি না দিয়ে দিল্লীর বাঙালী বিদ্বেষী সরকার অন্যান্য ভাষাকে স্বীকৃতি দিয়েছে৷ বাংলা ভাষা তার যোগ্য মর্যাদা না পাওয়া পর্যন্ত ‘আমরা বাঙালী’র আন্দোলন চলবে৷