সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়
মহর্ষি বৈদিক ব্রাহ্মণ সমাজ ও সংস্কৃতি বাঁচাও মঞ্চের তরফে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ মহর্ষি মহেশ যোগীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে হয় খেলা৷ গত বছর প্রথম বার এই ধরনের টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছিল৷ বেশ কয়েকটি দল অংশ নেয় টুর্র্ণমেন্টে৷
ম্যাচ শুরু হওয়ার আগে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করা হয়৷ টস করার ক্ষেত্রেও পয়সা নয়, বরং মন্ত্রের সাহায্য নেওয়া হয়৷ ম্যাচের ধারাভাষ্য থেকে শুরু করে সব ঘোষণা সংস্কৃত ভাষায় করা হয়৷ অভিনব এই খেলা দেখতে অনেক দর্শক হাজির হয়েছিলেন৷
খেলোয়াড়দের পরনে ছিল শার্ট-প্যান্টের জায়গায় ধুতি-পঞ্জাবি৷ গলায় রুদ্রাক্ষের মালা৷ কপালে তিলককাটা৷ এমনভাবেই অভিনব ক্রিকেটের আয়োজন করা হয়েছিল মধ্যপ্রদেশের ভোপালে৷
আয়োজকরা জানিয়েছেন, এবার থেকে প্রত্যেক বছর এই টুর্র্ণমেন্টের আয়োজন করা হবে৷ জয়ী দলকে এগারো হাজার টাকা পুরস্কারও দেওয়া হবে৷