এটা রাণিগঞ্জ আসানসোলে ঘটনা৷ একটি ১০ বছরের ছেলে ১৫ দিন আগে ফুটপাতের দোকানে আনারস খেয়েছিল৷ যেদিন সে আনারস খেয়েছিল, সেদিন থেকে অসুস্থ হয়ে পড়েছিল৷ পরে যখন তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়...ডাক্তার পরীক্ষা করে দেখেন যে তার এডস্ (এইচ.আই.ভি) হয়েছে৷ তার মা-বাবা এটা বিশ্বাসই করতে পারছিলেন না৷ তারপর তার পুরো পরিবারকে পরীক্ষা করানো হয় কিন্তু তাদের কারুরই এডস্ (এইচ.আই.ভি) ছিল না৷ তাই তখন ডাক্তার খোজ নিয়ে দেখলেন যে সে বাইরে কোথাও খেয়েছিল কি না ছেলেটি বলেছে, হ্যাঁ সে বাইরে ওইদিন আনারস খেয়েছিল৷ সাথে সাথে হাসপাতাল থেকে একটি দল সেই আনারস বিক্রেতার কাছে যায় অনুসন্ধান করতে ৷ তারা দেখে যে ওই আনারস বিক্রেতার হাতের একটি আঙ্গুল আনারস কাটার সময় একটু কেটে গেছে৷ ও তা থেকে তার রক্ত সেই ফলের মধ্যে ছড়িয়ে পড়েছে৷ তখন সেই ফল বিক্রেতার রক্ত পরীক্ষা করে দেখা যায় যে তার এডস্ (এইচ.আই.ভি) রয়েছে৷ কিন্তু সে নিজেই তা জানত না, দুভার্গ্যক্রমে ওই ছেলেটি এখন এডস্ (এইচ.আই.ভি) ভুগছে৷
তাই রাস্তার পাশের সেইসব দোকানগুলিতে একটু সাবধানে খাবেন বিশেষ করে ফুচকা বা অন্যান্য হাতে বানানো খাবার৷ দয়া করে এ ব্যাপারে নিজের খেয়াল রাখবেন৷ আর, এই বার্র্ত বা খবরটি অন্যকে পড়ান বা জানান৷ এতে একজনের জীবন বাঁচতে পারে৷---ডাঃ অনির্বাণ ঘোষ, এম.বি.বি.এস (হোপ নার্সিং হোম, রাণিগঞ্জ)