এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার সারিতে  এবার  সিডাক সিংহ

সংবাদদাতা
ক্রীড়া প্রতিনিধি
সময়

কর্ণেল সি. কে নাইডু অনূধর্ব ২৩ প্রতিযোগিতায় মণিপুরের বিরুদ্ধে  এক ইনিংসে  ৩১ রান দিয়ে ১০ উইকেট নিয়ে  অনন্য রেকর্ড গড়লেন পুদুচেরির মাত্র ১৯ বছরের সিডাক সিংহ৷ যদিও এটা প্রথম শ্রেণীর ক্রিকেটের ঘটনা নয়, তবুও অনিল কুম্বলে, জিম লেকারদের সঙ্গে এক ইনিংসে দশ উইকেট নেওয়ার বোলার হিসেবে সিডাকের নাম উঠে এল৷ 

১৯৯৯ সালে নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলায়  পাকিস্তানের বিরুদ্ধে  টেস্টে অনিল কুম্বলে এক ইনিংসে দশ উইকেট নিয়েছিলেন আজ থেকে ১৮ বছর আগে৷ কুম্বলের  আগে  ইংল্যাণ্ডের  জিম  লেকার  ১৯৫৬ সালের জুলাইয়ে  ম্যাঞ্চেস্টারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  একটি টেস্টে এক ইনিংসে বিপক্ষের ১০ জনকেই প্যাভেলিয়নে ফেরত পাঠিয়েছিলেন৷

সিডাকের বোলিং অ্যাকশন নিয়ে অবশ্য অতীতে প্রশ্ণ উঠেছে৷ মণিপুরের বিরুদ্ধে এই ম্যাচে আম্পায়ার বা অন্য কোনও খেলোয়াড় তাঁর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ণ তোলেননি৷

পুদুচেরির  সিএপি  সিয়েচেম মাঠে  শনিবার  তাঁর দাপটেই মনিপুরের  ইনিংস  শেষ ৭১  রানে৷  বাঁ হাতি  স্পিনার  সিডাকের  বোলিং  গড় দাঁড়ায় ১৭.৫-৭-৩১-১০৷ এদিনই  ছিল  ম্যাচের  প্রথম দিন৷  টস জিতে  ফিল্ডিং নিয়েছিল পুদুচেরি৷ সিডাকের  প্রথম উইকেট আসে ম্যাচের ষষ্ঠ ওভারে৷ তারপর থেকে নিয়মিত আঘাত হানতে  থাকেন তিনি৷

 সিডাক অবশ্য আদতে মুম্বাইয়েক ক্রিকেটার  ২০১৫ সালে টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপে তিনি নির্বাচিতও হয়েছিলেন৷   সচিন তেন্ডুলকরের পরে তিনিই সবচেয়ে কম বয়সী মুম্বই দলে  আসেন৷  সচিন এসেছিলেন ১৪ বছর বয়সে৷  সিডাক আসেন  ১৫ বছরে৷  এই মরসুমে তিনি পুদুচেরির হয়ে খেলছেন৷

 

বোলিং অ্যাকশনকে ঠিকঠাক রেখে বাঁহাতি এই স্পিনার যে কোনও দলের সম্পদ হতে পারেন৷ প্রতিশ্রুতিমান খেলোয়াড় হিসেবে এভাবেই উঠে এসে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন শচীন, রাবহুলরা৷ সিডাক সেই স্বপ্ণই দেখাচ্ছেন৷