একই পরিবারের ৪ জন আত্মঘাতী

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হুগলি জেলার চন্ডীতলা থানায় একই বাড়ীর চারজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন৷ এরা হলেন রবীন পন্ডিত (৪৫), শ্রীমতী কল্পনা পন্ডিত , সুশোভন পন্ডিত (১৭) ও সুস্মিতা পন্ডিত (২১)৷ জানা যাচ্ছে রবীন পন্ডিত রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন৷  কিছুদিন অসুস্থ ছিলেন৷ খুব অভাবের মধ্যে তাঁরা ছিলেন৷ 
পুলিশ বলছে , এই আত্মহত্যার পেছনে অন্য কারণ থাকার সম্ভাবনা৷ রবীনের মেয়ে সুস্মিতা সঙ্গে নাকি তার পিসতুত ভাই রঞ্জিতের সম্পর্ক গড়ে উঠেছিল৷ এটা জানাজানি হতেই নাকি লজ্জায় তাঁরা আত্মহত্যা করেছেন৷ তবে রঞ্জিত এটা স্বীকার করেনি৷ 
প্রতি বছর এমনই বহু চাষী বা গরীব মানুষ অভাবের তাড়নায় বা ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করেন৷ অভাবের তাড়নায় এই আত্মহত্যাগুলিকে নানাভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়৷ পুলিশের বক্তব্য, এক্ষেত্রে ঠিক কি হয়েছে তা নিয়ে তদন্ত চলছে৷