এশিয়ান গেমসে নতুন চমক দিল ভারতের পুরুষ ভলিবল দল৷ শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ান হয়ে নকআউট পর্বে পৌঁছে গেল ভারত৷ গত মঙ্গলবার গ্রুপে প্রথম ম্যাচে কম্বোডিয়াকেও হারিয়ে দিয়েছিল ভারত৷
এশিয়ান গেমসে পুরুষদের ভলিবলে তিনবার সোনা জিতেছিল দক্ষিণ কোরিয়া৷ এশীয় ভলিবলে অন্যতম সেরা দল তারা৷ গতবারের রুপো জয়ীও তারা৷ সেই দলকে গ্রুপ পর্বের ম্যাচে হারিয়ে দিয়েছে ভারত৷ গত বুধবার দু’দলের মধ্যে তীব্র লড়াই হয়৷ এই খেলার পাঁচ সেটে৷ ২ঘন্টা৩৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ভারত জয়ী হয় ২৫-২৭,২৯-২৭,২৫-২২,২০-২৫,১৭-১৫ ব্যবধানে৷ পর পর দুই ম্যাচে জয়ের ফলে প্রথম দল হিসেবে নক আউট পর্বে পৌঁছল ভারত৷ প্রিকোয়ার্টার ফাইনালে ভারতকে খেলতে হবে চাইনিজ তাইপে অথবা মঙ্গোলিয়ার সঙ্গে৷ মঙ্গলবার কম্বোডিয়াকে ২৫-১৪,২৫-১৩,২৫-১৯ পয়েন্টে হারিয়েছিলেন অমিত গুলিয়া, অশোয়াল রাইয়েরা৷ ১৯৮৬ সালের গেমসে শেষ বার ভারত ভলিবলে পদক জিতেছিল৷ সেবার ব্রোঞ্জ পদক নিয়ে এসেছিল তারা৷ গত দ্বাদশ স্থানে শেষ করেছিল ভারতীয় দল৷ কিন্তু এবার খেলা ঘুরে গেছে৷ ফাইনালে কি হবে এখন সেটাই দেখার!