সাব ডিভিশন ৩-এ সেরা আট জনের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে ভল্টের ফাইনালে ওঠেন বঙ্গকন্যা প্রণতি নায়েক৷ এবারের এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে তিনিই ভারতের একমাত্র প্রতিযোগী৷ তাঁর মোট পয়েন্ট ১২.৭১৬৷ অল রাউণ্ড বিভাগে যে ১৮ জন ফাইনালে উঠেছেন, তাঁদের মধ্যেও জায়গা করে নেন প্রণতি৷ ভল্টে প্রথমবারে ১২.৮৬৬ স্কোর করেন প্রণতি৷ পরের বারে তাঁর পয়েন্ট হয় ১২.৫৬৬ এর ফলে গড় করে তিনি ফাইনালে ওঠেন৷ অলরাউণ্ড বিভাগে ২৩ নম্বর স্থানে থেকেও ফাইনালে উঠে যান প্রণতি৷ কারণ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একটি বিভাগে একটি দেশ থেকে সর্বাধিক দুজন জিমন্যাস্ট ফাইনালে উঠতে পারেন৷ এর ফলে চিন, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার একজন করে প্রতিযোগী বাদ হয়ে যান৷ ফলে ফাইনালে জায়গা করে নেন প্রণতি৷
মেদিনীপুর জেলার পিংলার মেয়ে প্রণতি নায়েক৷ তাঁর বাবা ও মা সংবাদ মাধ্যমে জানান, ‘ছোট বেলা থেকে ই পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাতেও মন ছিল প্রণতির৷ ওর সেজ মামী ভর্তি করে দিয়েছিল জিমন্যাস্টিক্সে৷ আমরা দুজনে গর্বিত যে ও এতদূর পর্যন্ত পৌঁছতে পেরেছে৷’