এশিয়ান গেমসে খেলার সুযোগ পেয়ে গেল ভারতের মহিলা দলের ক্রিকেটার তিতাস সাধু৷ অনূধর্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছিলেন চূঁচুড়ার তিতাস৷ তার আগেই অবশ্য ভারতের সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন৷ বাংলাদেশ সফরে খেলেছিলেন৷ এ বার এশিয়ান গেমস খেলতে চিনের হাংঝৌয়ে পাড়ি দিলেন তিনি৷ প্রতিযোগিতায় ভারতের পুরুষ ও মহিলা দুই দলই অংশ নেবে৷ হরমণপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতের এই দলে তিতাস ছাড়া বাংলা থেকে আছেন রিচা ঘোষও৷ বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ১৩-১৬ সেপ্ঢেম্বর হবে ভারতীয় মহিলা দলের শিবির৷ গত সোমবার চূঁচুড়া থেকে বেঙ্গালুরুতে চলে গেছেন তিতাস৷ এনসিএ-তে শিবিরের পর ভারতীয় দলের সঙ্গে চিনে যাবেন তিতাস৷
এশিয়ান গেমসে খেলতে যাওয়ার আগে তিতাস জানায় ‘‘এশিয়ান গেমসে সুযোগ পেয়ে আপ্লুত৷ সকলে মিলেই চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার৷ আশা করব যেন সোনার পদক নিয়ে ফিরতে পারি৷ প্রস্তুতি যথেষ্ট ভাল হয়েছে৷ কিন্তু এত বড় প্রতিযোগিতা খেলতে যাচ্ছি৷ কখনও সবটা সম্পূর্ণ হয় না৷ ওখানকার পরিস্থিতির উপরে কিছুটা নির্ভর করবে৷’’
তিতাসের বাবা জানিয়েছেন--- সাধারণ একদিনের ক্রিকেট বা টি-টোয়েন্টি ক্রিকেটের থেকে তাদের সঙ্গে দেখা হবে, অনেক অভিজ্ঞতা হবে৷ এশিয়ার সব থেকে ভাল ক্রীড়াবিদেরা খেলবে৷ তাদর সঙ্গে দেখা হবে, অনেক অভিজ্ঞতা হবে৷ এশিয়ায় ক্রিকেটে ভারত অনেকটা এগিয়ে আছে৷ তবে শ্রীলঙ্কা, পাকিস্তানও ভাল৷ দলে সুযোগ পাওয়াটা তিতাসের প্রাপ্য ছিল৷ তবে তাড়াতাড়ি সেটা হবে ভাবিনি৷ আশা রাখছি মেয়ে পারবে দেশের জন্য পদক জিততে৷