এশিয়ান গেমসের আগে সমস্যায় পড়তে পারে কুস্তিগিরেরা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করতে আগামী ১৫ই জুলাই এর মধ্যে নাম জমা দিতে হবে ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে (আইওএ)৷ কিন্তু আন্দোলনকারী কুস্তিগিরেরা চেয়েছিলেন সেই সময় কিছুটা বৃদ্ধি করা হোক৷ সেই অনুযায়ী এশিয়ার অলিম্পিক্স কমিটির (ওসিএ) কাছে আবেদন করেছিল ভারত৷ কিন্তু সেই আবেদন না মানার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে৷ সেক্ষেত্রে বজরং পুনিয়া, সাক্ষী মালিকেরা বিপদে পড়বেন৷

আন্দোলনে ব্যস্ত থাকার কারণে অনুশীলন করতে পারেননি কুস্তিগিরেরা৷ ফলে ১৫ই জুলাইয়ের মধ্যে ট্রায়াল দিয়ে যোগ্যতা অর্জন করা কঠিন হতে পারে৷ এশিয়ান গেমস শুরু হবে আগামী ২৩শে সেপ্ঢেম্বর থেকে৷ এবারে এই গেমস চীন দেশে হবে৷ মানসিক ও শারীরিকভাবে এশিয়ান গেমস খেলার প্রস্তুতি প্রয়োজন বলে জানিয়েছেন বজরংরা৷ তাঁরা চেয়েছিলেন কুস্তিগিরদের ট্রায়াল হোক আগামী আগষ্ট মাসে৷ তা হলে প্রস্তুতি নেওয়ার কিছুটা সময় পাবে প্রতিযোগিরা৷ গত শুক্রবার  সে কথা ওসিএ-কে জানিয়েছিল আইওএ৷

ভারতের আবেদন মানা কঠিন৷ চার-পাঁচ দিনের জন্য আবেদন হলেও ভেবে দেখা যেত৷ কিন্তু প্রায় দেড় মাস সময় বৃদ্ধি করা কঠিন ওসিএ০র পক্ষে৷ আইওএ-র তরফে দেশের সমস্ত ক্রীড়া সংস্থাকে আগামী ৩০শে জুনের মধ্যে নাম জমা দিতে বলা হয়েছে৷ আন্দোলনকারী কুস্তিগিরেরা যদিও অনুশীলন শুরু করে দিয়েছেন৷ হরিয়ানার সোনপতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) কমপ্লেক্সে প্রস্তুতি শুরু করেছেন বিনেশ ফোগট, সঙ্গীতা ফোগটেরা৷ ভারতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষন শরণ সিংহের বিরুদ্ধে যে কুস্তিগিরেরা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁদের মধ্যে অন্যতম বিনেশ৷ তাঁর সঙ্গেই সোনপতে প্রস্তুতি নিতে শুরু করেছেন গীতা ফোগট৷ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী এই কুস্তিগির অনেকদিন আখাড়ার বাইরে ছিলেন৷ সন্তান হওয়ার পরে আবার কুস্তিতে ফিরেছেন তিনি৷