এ.টি.এম ডাকাতি করতে গিয়ে টাকাই পুড়িয়ে ফেলল ডাকাতরা

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণের বিষ্ণুনগর এলাকার একটি এ.টি.এম লুঠ করার জন্য ঢুকেছিল কয়েকজন ডাকাত৷ এটি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক৷ রাত ১টার সময় গ্যাস কাটার নিয়ে এটিএমে ঢুকে পড়ে তারা৷ আর ওই কাটার দিয়ে এটিএম মেশিন কাটবার চেষ্টা করতে থাকে৷ আর এতেই ঘটে বিপত্তি৷

গ্যাস কাটার দিয়ে যন্ত্র কাটার সময় তা বেশি গরম হয়ে যায়৷ আর ওই তাপে আগুন ধরে যায় যন্ত্রের ভিতর থাকা টাকাতেও৷ মূহূর্তের মধ্যে সমস্ত টাকা দাউ দাউ করে জ্বলতে থাকে৷ প্রায় ২১ লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায় ডাকাতদের ভুলে৷ তারা সামনে থেকেও কিছুই করতে পারেনি৷ এরপর তারা বিপদ বুঝে এটিএম ছেড়ে পালিয়ে যায়৷ এটিএমে গোলমাল শুনে এলাকায় লোক জড় হয়ে যায়৷ তাদের চেষ্টায় আগুন নেভানো গেলেও একটি টাকাও উদ্ধার  করা যায়নি সেখান থেকে৷ মোট ২১ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা পুড়ে নষ্ট হয়েছে৷ পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে৷ এছাড়া অভিযুক্তদের খোঁজে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ৷