এ্যামার্টের ত্রাণ ও চক্ষু চিকিৎসা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের  উদ্যোগে গত ১লা জানুয়ারী থেকে ২০শে জানুয়ারী পর্যন্ত দক্ষিণ কলিকাতার কালিকাপুরের বিভিন্ন অঞ্চলে ২০০০ কম্বল বিতরণ করে বয়স্ক মানুষদের মধ্যে৷ আনন্দমার্গ প্রচারক সংঘের সাধারণ সচিব আচার্য ভবেশানন্দ অবধূত, আচার্য সুতীর্থানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ বিশখা আচার্যা কম্বল বিতরণ করেন৷

 চক্ষু চিকিৎসা শিবিরঃ অবধূতিকা আনন্দরসপ্রজ্ঞা আচার্যার উদ্যোগে দক্ষিণ কলিকাতার কালিকাপুরে একটি চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল৷ উক্ত শিবিরে বিভিন্ন প্রান্তে মানুষ চক্ষু পরীক্ষা করতে এসেছিলেন৷  উপস্থিত সকলকে অভিজ্ঞ চিকিৎসক দিয়ে চক্ষু পরীক্ষা করানো হয় ও বেশ কয়েকজনকে চশমাও দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে৷ এ্যামার্ট সেবাদল লক্‌ডাউন শুরুর দিন থেকে এই ধরণের সেবাকার্য করে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে৷