গাছের সঙ্গে সেলফি

সংবাদদাতা
অম্বর চট্টোপাধ্যায়
সময়

গাছের সঙ্গে ‘সেলফি’--- এক মাস ব্যাপী  এই অনুষ্ঠানে  প্রচুর প্রতিযোগী যোগ দেয়৷  প্রতিযোগিতায় প্রতি সপ্তাহে একজন  করে প্রতিযোগীকে বিজেতা হিসেবে  ঘোষণা  করা হয়৷

প্রথম সপ্তাহে পৃথা ঘোষ, দ্বিতীয় সপ্তাহে শিলা ভট্টাচার্য্য, তৃতীয় সপ্তাহে শুভম দে  ও চতুর্থ সপ্তাহে সুপর্র্ণ গুপ্ত বিশ্বাসকে বিজেতা হিসেবে ঘোষণা করা হয়৷

মাসিক প্রতিযোগিতায় প্রধান বিজেতা  হলেন শ্রীমতী শিলা ভট্টাচার্য্য৷ উত্তর কলকাতার  ‘সংবদেন’-এ পুরস্কার  বিতরণী  অনুষ্ঠানে অম্বর চট্টোপাধ্যায়, সমাজসেবী সমিত সাহা, পরিবেশ বিদ আশিষ গঙ্গোপাধ্যায়,  অভিষেক ঘটকরা প্রমুখরা উপস্থিত ছিলেন৷

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন বিতান হালদার৷ বেলগাছিয়া নেচার ওয়েলফেয়ার সোসাইটি সমগ্র অনুষ্ঠানটিতে বিশেষভাবে সহযোগিতা করে৷