গার্লস প্রাউটিষ্টের সমাবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে কলিকাতায় একটি শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছিল৷ দুপুর ১২টায় ভি.আই.পি বাজার গার্লস প্রাউটিষ্টের কার্যালয় থেকে একটি ট্যাবলোসহ শোভাযাত্রা রুবি, গড়িয়াহাট, হাজরামোড় হয়ে রাজভবনে বিভিন্ন দাবী সম্মিলিত একটি স্মারকলিপি রাজ্যপালের হাতে তুলে দেন৷ সেখান থেকে বিবেকানন্দের বাড়ি হয়ে শ্যামবাজার মেট্রো স্টেশনের নিকটে সমবেত হয়৷ সেখানে একটি সমাবেশে বিভিন্ন বক্তা নারী পুরুষ বৈষম্য, নারী নির্যাতন, নারীর প্রতি অবহেলার অবসানের দাবী করে বক্তব্য রাখেন৷ বক্তাদের দাবী ছিল প্রাউটের বাস্তবায়নের মাধ্যমে সমাজ থেকে নারী পুরুষ বৈষম্য দুর করা সম্ভব৷ বক্তারা আরও বলেন--- প্রাউটের প্রয়োগ করেই আর্থিক বৈষম্য দুর করা সম্ভব৷ সভায় বক্তব্য রাখেন---অবধূতিকা আনন্দনিরুক্তা আচার্যা, ডঃ সুনন্দিতা ভৌমিক, তনিমা বৈরাগী, মল্লিকা মাইতি, গোপা শীল প্রমুখ৷ ওই দিন কলকাতা ছাড়াও মেদিনীপুর, টাটানগর, বালেশ্বর, ব্যাঙ্গালোর, আন্দামান সহ ভারতের বিভিন্ন শহরে গার্লস প্রাউটিষ্টের পক্ষ থেকে শোভাযাত্রা ও প্রতিবাদ সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়৷