গিনেস বুকে নাম তুলতে গিয়ে দৃষ্টিশক্তি হারালেন নাইজেরিয়ার এক যুবক

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোনকিছু আশ্চর্যজনক বা এ্যাডভেঞ্চার জাতীয় কিছু ঘটনা বা কাজ যদি কেউ করতে সক্ষম হয়ে তাহলে তার নাম গিনেস বুকে তোলা হয়৷ কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়াল এক যুবকের৷ গিনেস বুকের জন্য কৃতিত্ব স্থাপন করতে গিয়ে সাতদিন ধরে একটানা কেঁদে গেছেন আর এরজন্য যুবকের দৃষ্টিশক্তির ক্ষমতা অনেক ক্ষীণ হয়ে গেছে৷ চিকিৎসকদের মতে তিনি তাঁর আংশিক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন৷ যুবকের নাম টেম্বু এবেরে তিনি নাইজেরিয়ার বাসিন্দা৷ জোর করে চোখে জল আনার জন্য নানারকম কলাকৌশলও করেছিল যুবক৷ আর করতেই গিয়েই তিনি টের পান যে তিনি অস্পষ্ট দেখতে শুরু করেছে৷ কে দীর্ঘতম কাঁদতে পারে তা নিয়ে একটি প্রতিযোগিতা চলছিল৷ সেই প্রতিযোগিতাতেই শামিল হয়েছিলেন নাইজেরীয় ওই যুবক৷ সাতদিন একটা কান্নার পর যুবকটি জানিয়েছে যে ৪৫ মিনিট সে চোখে কিছুই দেখতে পায়নি এরপর প্রচণ্ড তার মাথায় যন্ত্রণা হয়, তার শারীরিক পরিস্থিতি দেখে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে৷