গল্প বলা প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

রেণেসা আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের মেদিনীপুর শাখার পক্ষ থেকে শ্রীপ্রভাতরঞ্জন সরকারের গল্প অবলম্বনে গল্প বলার প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এবছর এই প্রতিযোগিতা চতুর্থবর্ষে পড়ল৷ গত ১২ই আগষ্ট মেদিনীপুর শহরে কর্ণেলগোলা ভগবতী শিশু শিক্ষায়তনে প্রতিযোগিতা শুরু হয়৷ এবছরের গল্প শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত ‘ক্যানিস গ্যাস’ গল্প বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থশ্রেণীর ছাত্ররা পাঠ করে৷ সকলেই খুব সুন্দরভাবে গল্পটি উপস্থাপিত করে৷ তবে বিচারকগণের বিচারে প্রথম স্থান পায় ঐশী নায়েক, দ্বিতীয় সমৃদ্ধি মাতববর ও তৃতীয় আদৃতা দে৷

গত ২রা সেপ্ঢেম্বর মেদিনীপুর শহরে মিশন গার্লস আরবান জুনিয়র বেসিক স্কুলে  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে সুপ্রভা পট্টনায়েক, তোর্র্স কুন্ডু ও সম্পূর্র্ণ বোসঙ্গী এই সকল সফল প্রতিযোগিরা চূড়ান্ত প্রতিযোগিতায় নিজ নিজ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে৷