গঙ্গার ভাঙ্গনে বিপন্ন হয়ে পড়েছে এশিয়ার বৃহত্তম ও প্রাচীনতম হাওড়া শিবপুরের ব্যোটানিক গার্ডেন৷ ভাঙ্গন রোধে কেন্দ্রকে চিঠি দিলেন কর্ত্তৃপক্ষ৷ কর্ত্তৃপক্ষের কেন্দ্রকে লেখা চিঠিতে বলা হয়েছে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের ভাঙ্গন ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে৷ ভাঙ্গন দ্রুতরোধ করতে না পারলে গঙ্গার গর্ভে চলে যাবে গার্ডেনের একটি বড় অংশ৷ গার্ডেনের যে অংশে ভাঙ্গন হচ্ছে সেই এলাকার গাছের তালিকা কেন্দ্রীয় বনমন্ত্রকে জমা দিয়েছে গার্ডেন কর্ত্তৃপক্ষ৷ এছাড়াও ভাঙ্গন রোধের পরিকল্পনাও জমা দিয়েছে৷
কয়েকশ বছরের প্রাচীন বটবৃক্ষ সহ অনেক বিরল প্রজাতির গাছের সমাহারের জন্য বি-গার্ডেনের বিশ্বজোড়া খ্যাতি৷ সেই গার্ডেনই এখন গঙ্গার ভয়ানক ভাঙনে বিপন্ন৷ অনেক জায়গায় ফেনসিং না থাকায় অনেক বহুমূল্যের গাছ গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে৷ যেভাবে ভাঙ্গন বেড়ে চলেছে তাতে কিছু বছরের মধ্যে অনেকটা অংশই গঙ্গায় তলিয়ে যাবে৷ গঙ্গায় জাহাজ চলাচলের জন্য বন্দর কর্ত্তৃপক্ষ ড্রেজিং করে পলি তোলে৷ শুধুমাত্র জাহাজ চলাচলের রুটে ড্রেজিং করে পলি না তুলে যদি তার বাইরের অংশে পলি তুললে, গঙ্গার গভীরতা বাড়াবে৷ এতে পাড়ের দিকে জলের ধাক্কা কমবে, ফলে রোখা যাবে ভাঙ্গন৷ কলকাতার দিকে গঙ্গার পাড় কংক্রীটে বাঁধানোর ফলে জোয়ারের ঢেউ সেখানে পাড় ভাঙ্গতে পারে না৷ সেই ঢেউ ব্যাকফ্লো করে সরাসরি ধাক্কা দিচ্ছে বোটানিক্যাল গার্ডেনের পাড়ে৷