সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৮শে ফেব্রুয়ারী বীরভূম জেলার গনপুরে তিনঘন্টা অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের মার্গীসহ বহু সাধারণ মানুষ ‘বাবা নাম কেবলম্’ সুর মুর্চ্ছনায় আকৃষ্ট হয়ে কীর্ত্তন প্রাঙ্গনে উপস্থিত হন৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনার পর ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গে দর্শন বিষয়ে বক্তব্য রাখেন আচার্য কর্মেশ্বরানন্দ অবধূত, সোমনাথ দত্ত, চিত্ত দত্ত প্রমুখ৷ সবশেষে প্রায় ২০০০ জনকে মধ্যাহ্ণ ভোজে আপ্যায়িত করা হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সার্থক করে তোলেন বিশিষ্টমার্গী ডাঃ হরিকিঙ্কর চৌধুরী ও গনপুর ইয়ূনিটের সকল সদস্যবৃন্দ৷