গোবরাড়া গ্রামে কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

চুঁচুড়া ঃ গত ১৮ এপ্রিল গুডফ্রাইডের দিন হুগলী জেলার ধনিয়াখালি ব্লকের অন্তর্গত গোবরাড়া গ্রামে তিন ঘন্টাব্যাপী আনন্দমার্গ পরিচালিত অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই কীর্ত্তন অনুষ্ঠানের আয়োজন করেন পুইনান আনন্দমার্গ স্কুলের শিক্ষক সুশান্ত নন্দী ও সহযোগিতা করেন টিচাব-ইনচার্জ প্রশান্ত নন্দী৷ গোবরাড়ায় তাঁদের বাসভবনে এই কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনে অংশ নেন পুইনান, ধনিয়াখালি, ভাণ্ডারহাটি তারকেশ্বর, চাঁপাডাঙ্গা স্কুলের শিক্ষকবৃন্দ৷

কীর্ত্তন সুন্দরভাবে উপস্থাপন করেন চুঁচুড়ার তপোময় কুণ্ডু ও তাঁর সঙ্গে যোগ্য সহযোগিতা করেন বাবাই দাস৷ কীর্ত্তন ও মিলিত সাধনার শেষে আনন্দমার্গের হুগলী ডায়োসিস সেক্রেটারী আচার্য ব্রজকৃষ্ণানন্দ অবধূত অষ্টাক্ষরী ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তন, কীর্ত্তনের মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্নেহময় দত্ত, মহাদেব কুণ্ডু, জয়দেব ঘোষ, অদিতি কুণ্ডু, মিতালী খানা প্রমুখ