গোড্ডায়  আনন্দমার্গের  ধর্ম  মহাসম্মেলন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৯শে ফেব্রুয়ারী ও ১লা মার্চ ঝাড়খণ্ডের গোড্ডায়  আনন্দমার্গের ধর্মমহাসম্মেলন অনুষ্ঠিত হয়৷ এই ধর্মমহাসম্মেলনে আনন্দমার্গের শ্রদ্ধেয় পুরোধা প্রমুখ আধ্যাত্মিক সাধনা ও ভক্তিতত্ত্বের ওপর জ্ঞানগর্ভ প্রবচন দেন৷ ঝাড়খণ্ড রাজ্য, পশ্চিমবঙ্গ ও বিহার থেকে বহু আনন্দমার্গী এই ধর্মমহাসম্মেলনে যোগ দেন৷ এই ধর্মমহাসম্মেলনে শ্রদ্ধেয় পুরোধা প্রমুখ ছাড়া সংঘের ধর্মপ্রচার সচিব আচার্য বীতমোহানন্দ অবধূত ও অন্যান্য কেন্দ্রীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ আনন্দমার্গের মহিলা  বিভাগের পক্ষ থেকে  অবধূতিকা আনন্দ করুণা আচার্যা সহ অন্যান্য দিদিরাও উপস্থিত থেকে ধর্মমহা- সম্মেলনে  আগত ভক্ত আনন্দমার্গী ভাই-বোনদের সাধনায় ও বিভিন্ন জনসেবা মূলক  কর্মে উৎসাহিত করেন৷

ধর্মমহাসম্মেলনের ১ম দিন গোড্ডায় আনন্দমার্গের বর্ণাঢ্য শোভাযাত্রা বেরোয়৷

এই শোভাযাত্রায়  আনন্দমার্গীদের হাতে ধরা বিভিন্ন প্লাকার্ডে ও লিফলেটের  মাধ্যম  ‘সমস্ত মানুষের  ধর্ম এক মানুষ মানুষ ভাই ভাই--- আনন্দমার্গের এই মূলবাণীগুলিই মানুষের সামনে তুলে ধরা হয়েছে৷

শ্রদ্ধেয় পুরোধা প্রমুখও তাঁর ভাষণে যে জিনিস বিশেষ করে তুলে ধরেছেন , তা হ’ল প্রতিটি মানুষেরই আধ্যাত্মিক সাধনা করা উচিত৷ সাধনা ও সেবার আদর্শের মধ্য দিয়েই ব্যষ্টিগত জীবন ও সমাজ সুন্দর হয়ে উঠবে৷