গোড্ডায় গার্লস প্রাউটিষ্টের শোভাযাত্রা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই আগষ্ট ঝাড়খণ্ডের গোড্ডায় গার্লস প্রাউটিষ্টের ঝাড়খণ্ড শাখার উদ্যোগে একটি শোভাযাত্রা গোড্ডা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলা কমিশনারের কার্যালয়ের সামনে সমবেত হয়৷ নারী জাতির মর্যাদা রক্ষা ও দৈহিক মানসিক আত্মিক বিকাশের বিভিন্ন দাবী সহ একটি স্মারকলিরি কমিশনারের হাতে তুলে দেন গার্লস প্রাউটিষ্টের নেতৃবৃন্দ৷ শোভাযাত্রায় শতাধিক সদস্যা উপস্থিত ছিলেন৷